গঙ্গাচড়া প্রতিনিধি
গঙ্গাচড়ার প্রত্যন্ত ও চর এলাকার সুফলভোগীদের মধ্যে সৌরবিদ্যুতের সরঞ্জাম বিতরণ করেছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)।
গতকাল রোববার উপজেলা পরিষদ হলরুমে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম। প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (সাবেক সচিব) মুহাম্মদ মউদুদউর রশীদ সফদার। শুভেচ্ছা বক্তব্য দেন ফাউন্ডেশনের মাঠ পরিচালক (ঢাকা) শহিদুল হক খান।
অনুষ্ঠানে উপজেলার নতুন করে মোট ৯০ সুফলভোগীর মধ্যে গতকাল ২৮ জনকে সৌর বিদ্যুতের সরঞ্জাম দেওয়া হয়। বাকিদের আগামী সপ্তাহে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।