মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
বাংলাদেশ তাঁতী লীগ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মো. জালাল উদ্দিন খানকে আহ্বায়ক করে ২১ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
গত শনিবার বাংলাদেশ তাঁতী লীগ চাঁদপুর জেলা শাখার নেতারা এ কমিটি অনুমোদন দেন। চাঁদপুর জেলা শাখার সদস্যসচিব নুর মো. পাটওয়ারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
অন্যান্যরা হচ্ছেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নূরুল ইসলাম মেম্বার, যুগ্ম আহ্বায়ক ছাদেক দেওয়ান, শুভ পাল। বাকি সদস্যরা হচ্ছেন জুলহাস ব্যাপারী, মো. মামুন মিয়া, মো. শরীফ হোসেন, মো. জাহাঙ্গীর মিয়া প্রমুখ।