মনিরামপুর উপজেলা পরিষদের কোয়ার্টার বরাদ্দে অনিয়ম-সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে প্রশাসন। ইতিমধ্যে কোয়ার্টারে থাকা বহিরাগতদের নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা বকেয়া ভাড়া এতদিন পরিশোধ করেননি, তাঁদের ভাড়া পরিশোধ করতে তাগাদা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসান বলেন, ‘কোয়ার্টার-সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছি। অনেকে বকেয়া ভাড়া শোধ করেছেন। যাঁরা দেননি, তাঁদের তাগিদ দেওয়া হচ্ছে।’
ইউএনও আরও জানান, কোয়ার্টারে বহিরাগত যে বা যাঁরা আছেন, তাঁদের নেমে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
যেসব কর্মকর্তা অফিসের কর্মচারীদের নামে কোয়ার্টার বরাদ্দ নিয়ে থাকছেন, তাঁদের ব্যাপারে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ইউএনও বলেন, এ বিষয়ে আলোচনা হয়নি। আস্তে আস্তে সব বিষয় নিয়ে আলোচনা হবে।
কম ভাড়া আদায়ের ব্যাপারে ইউএনও জানান, কোয়ার্টার বসবাসের অনুপযোগী হওয়ায় কয়েক বছর আগে রেজল্যুশনের মাধ্যমে ভাড়া নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী আদায় হচ্ছে। সংস্কারের পর নতুন ভাড়া নির্ধারণ করা হবে।
তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলছেন, বারবার কোয়ার্টার সংস্কার করা হচ্ছে। গত বছরও ২-৩টি কোয়ার্টারে সংস্কার করা হয়েছে।
উল্লেখ্য, কোয়ার্টার বরাদ্দে অনিয়ম নিয়ে গত রোববার আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।