হোম > ছাপা সংস্করণ

ফসলি জমি কেটে রাস্তা ভরাট

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফসলি জমির মাটি কেটে রাস্তা ভরাটের অভিযোগ উঠেছে। গত বুধবার এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

অভিযোগে জানা যায়, উপজেলার গন্ধর্ব্বপুর গ্রামের কৃষক সালাম মিয়া তাঁর দুই কেদার জমিতে এবার বোরো চাষ করেন। কয়েক দিন আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উদ্যোগে প্রায় ১৮ লাখ টাকা বরাদ্দে রানীগঞ্জ কলেজ থেকে গোপড়াপুর বাজার পর্যন্ত রাস্তা সংস্কার ও প্রশস্ত করণের কাজ পান ঠিকাদার ছালিক মিয়া। কাজ চলাকালে সড়কের গন্ধর্ব্বপুর এলাকায় সালাম মিয়ার ফসলি জমি কেটে সড়ক প্রশস্ত করা হয়।

অভিযোগকারী সালাম মিয়া বলেন, ‘ফসলি জমি কেটে মাটি রাস্তায় ভরাট করায় আমার দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণের জন্য ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে সমাধান পাইনি। পরে ইউএনওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছি।’

অভিযুক্ত ঠিকাদার ছালিক মিয়া বলেন, ‘রাস্তায় মাটি ফেলতে গিয়ে শ্রমিকেরা ভুল করে এক কৃষকের কিছু ফসলি জমি কেটে ফেলেছেন। আমি ওই কৃষকের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করব।’

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, এ বিষয়ে এক কৃষকের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের পর পদক্ষেপ নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ