হোম > ছাপা সংস্করণ

রাজশাহী সদর হাসপাতাল: ৬ কোটি টাকা খরচের পরও অচল ৯ মাস

রিমন রহমান, রাজশাহী

রাজশাহী মহানগরীর সিপাইপাড়ায় রাজশাহী সদর হাসপাতাল। একসময় হাসপাতালটি ছিল রাজশাহী ও আশপাশের জেলার রোগীদের অন্যতম ভরসার জায়গা। কিন্তু শত বছরের পুরোনো ভবনে হাসপাতালটি আর চলছিল না। দেড় যুগ ধরে বন্ধই পড়ে থাকে। কিন্তু গত বছর জেলায় অতিরিক্ত করোনা রোগীর চাপে বন্ধ হাসপাতালটি ফের চালুর কথা ভাবা হয়। ৬ কোটি টাকার বেশি খরচ করে হয় সংস্কারকাজ। সেই কাজ শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। তবু ৯ মাস ধরে অব্যবহৃত পড়ে আছে হাসপাতালটি।

জনবলের অনুমোদন না হওয়ার কারণেই হাসপাতালটি এখনো চালু করা সম্ভব হচ্ছে না বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। এটি চালু না হওয়ায় অতিরিক্ত রোগীর চাপ পড়ছে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে। ১ হাজার ২০০ শয্যার রমেক হাসপাতালে প্রতিদিনই প্রায় আড়াই হাজার রোগী ভর্তি হচ্ছে। বহির্বিভাগেও সেবা নিচ্ছে প্রায় সাত হাজার রোগী। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘রাজশাহীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমিও চাই সদর হাসপাতাল চালু হোক। শুনেছি প্রয়োজনীয় জনবল চেয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন সিভিল সার্জন। সব ঠিক হলে হয়তো চালু করা হবে।’ গত ১৫ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হাসপাতালটি পরিদর্শন করেন। দ্রুতই হাসপাতালটি চালুর কথা জানান স্বাস্থ্যমন্ত্রীও।

রাজশাহী সদর হাসপাতাল প্রতিষ্ঠিত হয় ১৯০২ সালে। কিন্তু রামেক হাসপাতাল প্রতিষ্ঠার পর এটির গুরুত্ব কমে যায়। ২০০৪ সালে ডেন্টাল ছাড়া অন্য সব চিকিৎসা বন্ধ হয়ে পড়ে। নিচতলায় দেওয়া হয় রামেক হাসপাতালের ডেন্টাল ইউনিট। দোতলাটি ব্যবহৃত হয়ে আসছিল শিক্ষক-শিক্ষার্থীদের হোস্টেল হিসেবে। এদিকে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে থাকা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট সদর হাসপাতাল চালুর বিপক্ষে। তাদের অসহযোগিতার কারণেই হাসপাতালটি চালু হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে সদর হাসপাতালের নিচতলায় থাকা রামেক ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান হাসিবুল হাসানের কার্যালয়ে গেলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজশাহী গণপূর্ত বিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী রবিউল ইসলাম খান বলেন, ‘আমরা ৬ কোটি টাকার বেশি কাজ করেছি। গত ফেব্রুয়ারিতে কাজ শেষ হয়েছে। সময়মতো হাসপাতালটি চালু করা না গেলে যন্ত্রপাতিও নষ্ট হয়ে যাবে।’ রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক বলেন, জনবলের বিষয়ে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দ্রুত হাসপাতালটি চালু করা হবে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ