হোম > ছাপা সংস্করণ

মেঘ আর সূর্যের কথা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্ধুরা, বৃষ্টির দিনে কি তোমাদের মন খারাপ? চলো দ্রুত মন ভালো করে ফেলি। কেমন করে বলো তো? বলতেই পারছ না? দাঁড়াও, এক্ষুনি বলছি। নানা রকম খাবার দিয়ে মেঘ আর সূর্য তৈরি করি। মেঘের পাশে সূর্যমামা ঝলমলিয়ে হাসবে। মজা হবে না? চলো ঝটপট একটা ডিম, পনির ও পাউরুটি নিই।

এবার মেঘ আর সূর্য তৈরি করতে নিই একটি নীল রঙের প্লেট। পাউরুটির পিস নিয়ে চারপাশ কেটে রাখো এবং টোস্টারে টোস্ট করে নিয়ে দুটি অংশে ভাগ করে ঘরের মতো করে কাটো। একটি বড় আরেকটি ছোট ঘর বানালেই হয়ে যাবে প্লেটের নিচের দিকটা। এবার চুলায় প্যান বসিয়ে ব্রাশে সামান্য তেল নিয়ে প্যানটা মুছে নাও। প্যান গরম হতে হতে ডিম ভেঙে কুসুম আলাদা করে নাও। ভাঙা হয়ে গেলে কুসুমটা প্যানে বসিয়ে দাও এবং খেয়াল রাখো যেন গোল হয়। কুসুমটা উল্টেপাল্টে তুলে নাও। এবার সাদা অংশটা শুধু এক পাশ ভেজে তুলে রাখো। ডিমের সাদা অংশ দুটো টুকরো করে তারপর ঘর দুটোর মাথায় মেঘের মতো করে বসিয়ে দাও দুই দিকে। একটি টুকরোর পাশে সাজাও কুসুমটি। এরপর কী বাকি থাকল বলো তো? হ্যাঁ, পাউরুটির শক্ত অংশ কেটে রেখেছিলে না, সেই শক্ত অংশ ঘরের মতো করে কেটে নিয়ে বসিয়ে দাও মেঘ-সূর্যের নিচে। আর দুই মেঘ ও ঘরের মাঝখানে সাজিয়ে দাও পনির। কী দারুণ দেখতে হয়েছে না! এবার একটু হাসো, আর খেয়ে নাও মেঘ-সূর্য।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ