ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা-পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে আটজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, আরিফুল ইসলাম, আলী হোসেন, শংকর রিশি, মোছা. জোৎস্না বেগম, শরীফ মৃধা, সুমন মিয়া, সুমন, মো. কাউছার।
সোমবার বিকেলে কোতোয়ালি মডেল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক ও জুয়ামুক্ত নগরী গড়তে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।’