নাটোরের লালপুরে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন রেখা খাতুন (২২) নামের এক প্রসূতি। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালপুরের মুক্তার জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। তিনি উপজেলার ঢুষপাড়া গ্রামের সাগর ইসলামের স্ত্রী।
নবজাতক তিনটির বাবা সাগর ইসলাম বলেন, শনিবার বিকেলে তার স্ত্রীর প্রসব ব্যথা উঠলে মুক্তার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম হয়। মা ও নবজাতকেরা ভালো আছেন বলে জানান তিনি।
অস্ত্রোপচারকারী চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, তাঁর চিকিৎসা জীবনে এই প্রথম তিনটি শিশু একসঙ্গে প্রসব করিয়েছেন।
মুক্তার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন বলেন, তিন সন্তান ও মা সুস্থ আছেন। এই প্রথম তাঁর হাসপাতালে এক সঙ্গে তিন শিশু জন্মগ্রহণ করল বলে জানান তিনি।