হোম > ছাপা সংস্করণ

নদীতীরের মাটি কাটায় ৭ জনের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলার ডাকাতিয়া নদীর তীরের মাটি কাটার অপরাধে সাতজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার ভোরে লালমাই উপজেলার ডাকাতিয়া নদীর তীরবর্তী ভাবকপাড়া এলাকায় জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে এ শাস্তি দেয়।

সাজাপ্রাপ্তরা হলেন মো. রাসেল (২৪), মো. রুবেল (৩১), মহিন উদ্দীন (২৫), রফিক মিয়া (৩৫), রুবেল হোসেন (২৪), সোবাহান মিয়া (৪০) ও মো. কামরুল (২০)।

তাঁদের মাটি উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার মাধ্যমে বালুমহান ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অপরাধে বিনাশ্রম এ কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে মাটি পরিবহনের পাঁচটি ট্রাক ও একটি মাটি কাটার যন্ত্র জব্দ করা হয়। জব্দ করা মালামাল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

অবৈধ মাটি কাটা ও উত্তোলন রোধে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। অভিযানে লালমাই থানা-পুলিশ সহযোগিতা করে।

অভিযানের বিষয়ে জানতে চাইলে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে। জেল জরিমানাসহ মাটি কাটার যন্ত্র, ট্রাক্টর ধ্বংস করা হচ্ছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান আরও বলেন, ‘অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিষয়ে আমরা জিরো টলারেন্সে রয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এর আগে চৌদ্দগ্রামের কাশিনগরের বোয়ালঝুড়ি খালের পাড় কেটে মাটি বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি ভেকু মেশিন জব্দ করে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মঞ্জুরুল হকের নেতৃত্বে গত বুধবার দুপুরে এ অভিযান শুরু হয়। শেষ হয় সন্ধ্যায়।

কুমিল্লার বিভিন্ন স্থানে নদী ও খালের মাটি কেটে বিক্রির অভিযোগ রয়েছে। সম্প্রতি তা রোধে অভিযান চালাচ্ছে জেলা ও উপজেলা প্রশাসন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ