হোম > ছাপা সংস্করণ

দুর্বৃত্তদের হামলায় জাসদ নেতা আহত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদের উপজেলা যুবজোটের জ্যেষ্ঠ সহসভাপতি ও ইটভাটা মালিক সমিতির নেতা মাসুদ পারভেজ (৪৩) দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের কাচারিপাড়া চার রাস্তার মোড়ের সড়কের ওপরে এ হামলার ঘটনা ঘটে। আহত মাসুদ পারভেজকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাসুদ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম বিশ্বাসের ছোট ভাই এবং কাচারিপাড়ার বাসিন্দা।

পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে মাসুদ পারভেজের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে চার রাস্তার মোড়ের পৌঁছালে এ হামলা হয়। ১৫ থেকে ২০ জনের দুর্বৃত্তের একটি দল চাপাতি, রামদা, রড, লোহার পাইপ ও হকিস্টিক নিয়ে মাসুদের ওপর হামলা চালায়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে অচেতন ও রক্তাক্ত অবস্থায় মাসুদ পারভেজকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সকালে তাঁর জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনো কথা বলতে পারছেন না। হামলার ঘটনায় উপজেলা জাসদ ও যুবজোটের নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ছাড়া তাঁরা হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ আজকের পত্রিকাকে জানান, মাসুদ পারভেজের কপালের আঘাত গুরুতর। আঘাতটি অনেক গভীর। তিনি আশঙ্কামুক্ত কি না সিটি স্ক্যান করার পর বলা যাবে।

মাসুদ পারভেজের বড় ভাই কাউন্সিলর মাহাবুব আলম বিশ্বাস বলেন, ‘কারা এ হামলায় জড়িত ও কী কারণে হামলা করেছে তা এখনই বলতে পারছি না। তবে বাড়ির সামনের নির্জন রাস্তায় হামলাকারীরা ওত পেতে ছিল। হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাসুদ কিছুটা সুস্থ হলে এ বিষয়ে বলতে পারবে ও থানায় মামলা করা হবে।’

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি, তবে আমরা বিষয়টি তদন্ত করছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাসুদ সুস্থ হলে আশা করছি দ্রুত সব জানা যাবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ