প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের প্রচার কার্যক্রমের আওতায় বুড়িচং উপজেলার পয়াতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পয়াত সোনামণি কিন্ডারগার্টেন মাঠে এ সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস।
জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাজী মাহতাব, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক কাজী ইকরাম হোসেন, ষোলনল ইউপির সদস্য বাদল খা, পয়াত সোনামণি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, যাদের বাড়ি করার সামর্থ্য নেই তাদের সরকারি উদ্যোগে বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। বিনা মূল্যে বই বিতরণসহ বিভিন্ন নাগরিক সেবা দিচ্ছে সরকার।