সুনামগঞ্জ প্রতিনিধি
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপি। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি প্রদান শেষে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শেরেনুর আলী বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার জন্য না পাঠিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দ্রুত খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ব্যবস্থা না করলে এ আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিবে।’