গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া এবং সদস্যসচিব নুরুল হক নুরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর যুব ও শ্রমিক অধিকার পরিষদ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের হয়ে জাহাজ কোম্পানির মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাবে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমরান আহম্মেদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান সজীব, রংপুর জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুল জলিল রতন, মহানগর সদস্যসচিব আখিনুর রহমান প্রমুখ।
রেজা কিবরিয়া ও নুরুল হক নুর গত বুধবার টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হন।