প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যালয়ে। গতকাল মঙ্গলবার দুপুরে ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবের নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। এরপর ডিআরইউ কার্যালয়ে ছবি টাঙানো হয়।
এ সময় নবনির্বাচিত কমিটির কয়েকজন প্রতিবাদ করেন। একপর্যায়ে হট্টগোল লেগে যায়। প্রতিবাদকারীদের দাবি ছিল, ২৬ বছরে এখানে কোনো রাজনৈতিক ছবি টাঙানো হয়নি। এবারও টাঙানো ঠিক হবে না। এ সময় সদ্য নির্বাচিত ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ডিআরইউ কার্যালয়ে টাঙানো হয়েছে। রাজনীতির কিছু নেই।