হোম > ছাপা সংস্করণ

রামপালে আটক ২

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার ও দায়িত্বরত পুলিশের সঙ্গে অসদাচরণ করায় দুজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র থেকে আটক করা হয় তাঁদের।

আটকৃতরা হলেন, শেখ মিজানুর রহমান (৬০) ও তাঁর ছেলে তরিকুল ইসলাম (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন মিজানুর ও তরিকুল। এতে বাধা দেয় পুলিশ। বাঁধা দেওয়ায় পুলিশের সঙ্গে অসদাচরণ করেন তাঁরা। পরে পুলিশ তাঁদের আটক করে। এ ছাড়া ভোট কেন্দ্র থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস. এম বদরুল হুদা হিরুর এজেন্টদের বের করে দেওয়া, দেখিয়ে ভোট নেওয়া ও দেখিয়ে ভোট না দেওয়ায় ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার মতো নানা ঘটনার মধ্য দিয়ে রাজনগর ইউপির ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে বড় ধরনের কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।

ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সারাক্ষণ মাঠে ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবীর হোসেন, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দীন। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও ছিল বেশ ভালো।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ