জামালপুরের ইসলামপুরে মাহবুবুল আলম বাবু নামে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা সংগঠন থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। গত শনিবার রাতে মাহবুবুল আলম বাবু তাঁর ফেসবুক আইডিতে অব্যাহতির আবেদনপত্রটি প্রকাশ করেন।
গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর লিখিত ওই অব্যাহতিপত্রে মাহবুবুল আলম বাবু উল্লেখ করেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধা ইউনিয়ন শাখা কমিটির সহসভাপতির পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। ’
এ বিষয়ে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীন বলেন, ‘মাহবুবুল আলম বাবুর অব্যাহতির আবেদন পেয়েছি।