হোম > ছাপা সংস্করণ

সরিষাখেতে মৌমাছি চাষ

সুজাউল ইসলাম সুজা, রৌমারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সরিষাখেতে বিনা খরচে মৌমাছি চাষ হচ্ছে। এতে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তা ছাড়া কৃষকেরা সরিষার ভালো ফলনের আশা করছেন।

কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় চলতি বছরে রৌমারীতে মধু চাষের আটটি খামার গড়ে তোলা হয়েছে। কোনো দুর্যোগ না এলে সরিষায় বাম্পার ফলনের পাশাপাশি কয়েক হাজার টন মধু সংগ্রহ করতে পারবেন বলে প্রত্যাশা খামারিদের।

রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, ‘সরিষাখেতে মৌমাছি থাকলে স্বাভাবিকের চেয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ ফলন বেশি হয়। মৌমাছি যে সরিষা গাছের ফুলে পরাগায়ণ ঘটায়, এর দানা বেশি হয় ও ভালো হয়। যে খেতে মৌমাছি নেই সেখানে সরিষার ফলন কম হয়।’ ওই কর্মকর্তা আরও বলেন, ‘সরিষাখেতে মধুর খামার গড়ে তোলার প্রচলন আগে ছিল না। ৩ বছর ধরে ফরহাদ হোসেনের নামের এক কৃষক সরিষাখেতে মধু চাষ করে লাভবান হয়েছেন। ওই খামার দেখে অনেকে মধু চাষে আগ্রহ দেখাচ্ছেন। এর ফলে এ বছর আটটি খামার করা হয়েছে।’

রৌমারী উপজেলা মাদারটিলার বিভিন্ন সরিষাখেতে মধুর খামারে দেখা গেছে, খেতের পাশে সারিবদ্ধভাবে বসানো হয়েছে মৌমাছির বাক্স। হাজার হাজার মৌমাছি হলুদ রঙের ফুলে ফুলে বসে পরাগায়ন করছে। সায়েদাবাদ এলাকার মধুচাষি ফরহাদ হোসেনের খামারে দেড় শর মতো বাক্স রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ