হোম > ছাপা সংস্করণ

বিশেষজ্ঞ মত: পশ্চিমারা শুধু সুষ্ঠু ভোট চায়, আর কিছু না

বিদেশিদের এ ধরনের সফর আগেও হয়েছে। তার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হয়েছে বা গণতন্ত্রের পরিবর্তন হয়েছে, তা কখনোই দেখা যায়নি, হওয়ারও কথা না।

এবার আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। সেখানে বিরোধী দল চাচ্ছিল, তাদের অন্যতম দাবি ছিল সংবিধানের পরিবর্তন এবং তত্ত্বাবধায়ক সরকার। সেই ব্যাপারে তারা পরিষ্কার করল যে সেটা তাদের আওতার মধ্যে আসে না। পরিবর্তনের ব্যাপারে তাদের কিছু বলার নেই। তারা মনে করে, সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা। সেটা হলেই তারা খুশি।

নির্বাচনের দিন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে চান কূটনীতিকেরা। তাঁদের দিক থেকে তাঁরা পরিষ্কার করলেন যে কে নির্বাচনে এল বা না এল, তা তাঁদের বিষয় না। তাঁরা দেখতে চাচ্ছেন শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন। যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন। 

এখন দেখা দরকার, বিরোধী দল বর্তমান সংবিধান কাঠামোর মধ্যে নির্বাচন করবে কি না। তবে আমার মনে হয়, তারা আরও কিছুদিন অপেক্ষা করবে। এখন আন্দোলনের ডাক দেবে, জনগণ তাদের দিকে আসবে কি না? জনগণ বলতে পুরো দেশের লাখ লাখ লোক নামতে হবে, ঢাকা শহরে ৩০-৪০ হাজার জনগণ হলে হবে না। কারণ, আমাদের দেশের পরিবর্তন জনগণই করেছে। যখন লাখ লাখ লোক রাস্তায় নেমেছে, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে, চলাফেরা বন্ধ হয়ে গেছে। ওই অবস্থায় বাংলাদেশের পরিবর্তন আগেও হয়েছে।

সেটা বিরোধী দল করতে পারবে কি না, নাকি জনগণ মনে করে গাজীপুরের মতো নির্বাচন হলেই তারা খুশি, তা দেখার দরকার। 
সরকারের জন্য বার্তা হলো, যে প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচনের দিন সবাই যেতে পারবে স্বতঃস্ফূর্তভাবে। সেখানে কোনো বাধা পাবে না। যে সমালোচনা ছিল, আগের দিন রাতে ভোট হয়ে গেছে বলে অভিযোগ আছে, সেই ব্যাপারে সরকার সচেতন থাকবে এবং প্রতিশ্রুতিও দিয়েছে। তারাও চাচ্ছে এমন একটা নির্বাচন, যেখানে জনগণ আসবে।

তফসিল ঘোষণার আগপর্যন্ত বোঝা যাবে না যে বিরোধী দল নির্বাচনে যাবে কি না। তারা যে আন্দোলন করছে, সরকার তার প্রভাব দেখবে।
পশ্চিমা দেশগুলো নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। তারা জনগণের উপস্থিতিতে শান্তিপূর্ণ নির্বাচন হলে মেনে নেবে। সেখানে সংবিধান পরিবর্তন বা তত্ত্বাবধায়ক সরকার তাদের ব্যাপার না বলে মনে করে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ