‘দেশের অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। সিলেটের পাশাপাশি চট্টগ্রামও চা উৎপাদনের জন্য খুবই উপযোগী অঞ্চল। এর মধ্যে ফটিকছড়ি অন্যতম।’
গতকাল শনিবার দুপুরে ব্র্যাক পরিচালনাধীন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা-বাগান পরিদর্শনকালে এ কথা বলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। এ সময় তিনি চা বাগান এবং বাগানের টি-শেড পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম আরও বলেন, ‘এত বড় একটি বাগানে হাজার হাজার শ্রমিক কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছেন। দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। যা বলা বাহুল্য। সিলেটের মতো চট্টগ্রামকেও চা উৎপাদন অঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে। এ অঞ্চল চা উৎপাদনে বেশ উপযোগী। ’