শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর শিবপুরে ৭০টি পূজা মণ্ডপে অনুদান বিতরণ করেছেন শিবপুরের সাবেক সাংসদ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম মোল্লা।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলা যুবলীগের কার্যালয়ে সিরাজুল ইসলাম মোল্লা সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিতরণ অনুষ্ঠান হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৭০টি পূজা মণ্ডপের আয়োজকদের হাতে ১০ হাজার টাকা করে মোট ৭ লাখ টাকা এবং যাতায়াত ভাড়া বাবদ ৫০০ টাকা করে অনুদান দেওয়া হয়।