গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতি বাজার থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের খানাখন্দ সংস্কার করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
গত ৯ সেপ্টেম্বর “সড়কে খানাখন্দ, দুর্ভোগ” শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদটি টুঙ্গিপাড়া এলজিইডির প্রকৌশলী ফয়সাল আহম্মেদের নজরে আসে। এরপর রাস্তাটি সংস্কার করা হবে বলে জানান তিনি।
এরপর গত শনিবার ও রোববার পাটগাতি বাজার থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার খানাখন্দ সংস্কার করে এলজিইডি। এদিকে দীর্ঘদিন পরে রাস্তার খানাখন্দ সংস্কার করায় খুশি এলাকার জনগণ।
পাটগাতি গ্রামের অসীম শেখ, বাবু শেখ, ওহিদুল ইসলাম সহ অনেকেই জানান, এই সড়কের অনেক জায়গায় ভাঙা থাকার কারণে যানবাহন বিপরীত পাশ থেকে চলাচল করত ও খানাখন্দে পানি জমে থাকত। সড়কের খানাখন্দ সংস্কার করায় এলাকার জনগণ চলাচলে স্বস্তি ফিরে পেয়েছে।
টুঙ্গিপাড়া এলজিইডির প্রকৌশলী ফয়সাল আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, পাটগাতী বাজার থেকে বাসস্ট্যান্ড উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের খানাখন্দ ও মানুষের দুর্ভোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর রাস্তার খানাখন্দ সংস্কার হয়।