গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় মো. সাফিজুর রহমান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সিংগারদিঘী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাফিজুর রহমান কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের নূরুল ইসলামের ছেলে। তিনি পেশায় কৃষক।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী নারীর বাড়িতে এসে গ্রেপ্তার বেশ কয়েক দিন ধরে শ্লীলতাহানিহানি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সকাল ৯টার দিকে তিনি ওই নারীর বাড়িতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করেন।
এসআই বলেন, তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। পরবর্তীতে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শ্লীলতাহানির ঘটনায় ওই নারী আগেই থানায় মামলা করেছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, শ্লীলতাহারি মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।