হোম > ছাপা সংস্করণ

সাময়িক বরখাস্ত হয়েও দায়িত্বে

কাউনিয়া প্রতিনিধি

কাউনিয়া রেলওয়ে স্টেশনের অফিস কার্যক্রম চলছে সাময়িক বরখাস্ত হওয়া স্টেশন ইনচার্জ দিয়ে। অর্থ আত্মসাতের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে অভিযুক্ত ইনচার্জ বাবু আল রশিদ কার্যালয়ে এসে দায়িত্ব পালন করছেন।

গতকাল রোববার স্টেশনে গিয়ে রশিদকে তাঁর কার্যালয়ে দেখা যায়। এ নিয়ে স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কর্তৃপক্ষ বলছে, রশিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

স্টেশন কার্যালয় সূত্র জানায়, যাত্রীদের কাছে টিকিট বিক্রি ও মালামাল পরিবহনের ৩৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন স্টেশনের প্রধান বুকিং ম্যানেজার মিশুক আল মামুন। এ নিয়ে ৪ অক্টোবর মামলা করেন লালমনিরহাট রেলওয়ের জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর সহির উদ্দিন। পুলিশ পরের দিন মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এ ঘটনায় ইনচার্জ রশিদের নজরদারির অভাব ও উদাসীনতা ছিল বলে অভিযোগ ওঠে। এ কারণে তাঁকে ৪ অক্টোবর সাময়িক বরখাস্ত করা হয়।

তবে গতকাল বেলা ১১টার দিকে রশিদকে স্টেশন কার্যালয়ে দায়িত্ব পালন করতে দেখা যায়। তিনি অর্থ আত্মসাতের ঘটনায় তাঁর দায়িত্বে অবহেলার বিষয়টি অস্বীকার করেন। আর সাময়িক বরখাস্ত হওয়ার পরও অফিসে দায়িত্ব পালনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রেলওয়ে পশ্চিমাঞ্চল লালমনিরহাটের ডিভিশনাল ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, রেলের টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে স্টেশন ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

রশিদের অফিস করা নিয়ে জানতে চাইলে শাহ সুফী জানান, সাময়িক বরখাস্ত হওয়া স্টেশন ইনচার্জ কোনো অফিশিয়াল কাগজে সই করতে পারবেন না। তবে তাঁকে প্রতিদিন স্টেশনের অফিসে হাজির থাকতে হবে। এটাই তিনি করছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ