বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে অতি বিপদাপন্ন পরিবারের মধ্যে এনজিও সংস্থা কারিতাসের উদ্যোগে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, চট্টগ্রামের ড্যানিয়াল ছিপু গোমেজ কর্মসূচি কর্মকর্তা, ডিএম কারিতাস চট্টগ্রাম এবং মাঠ পর্যায়ের এফসিসিপিপি দলের সদস্যরা।
এ সময় ছনুয়া ও গন্ডামারা ইউনিয়নের ১৮ জন প্রকল্প সহযোগীর মধ্যে সহায়তার টাকা বিতরণ করা হয়।