হোম > ছাপা সংস্করণ

স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে কর্মবিরতি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ, কর্মচারীদের বেতন অবৈধভাবে কর্তনসহ নানা অভিযোগ উঠেছে। এ কারণে তাঁর অপসারণ দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্সটির কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছেন। এমনকি করোনাভাইরাসের টিকা কার্যক্রমও বন্ধ রাখা হয়।

কর্মবিরতি চলাকালে কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাঁরা আনোয়ার হোসেনের অপসারণ দাবিতে নানা স্লোগান দেন।

কর্মবিরতি পালনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইসি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম রাশেদুল হাসান বলেন, ‘অর্থলোভী এই কর্মকর্তা (আনোয়ার হোসেন) করোনাকালে সরকারের দেওয়া টাকা আত্মসাৎ করেছেন। আমাদের ভর্তি দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। একই সঙ্গে কমিউনিটি ক্লিনিকের এমএইচভিদের বেতনের টাকা আত্মসাৎ করেছেন তিনি। প্রতিষ্ঠানবিরোধী অনেক কাজ করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ আছে। এ কারণে আমরা তাঁর অপসারণ চাই। তাঁকে এখান থেকে দ্রুত অপসারণ করা না হলে আমাদের আন্দোলন চলবেই।’

এ বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এর আগে মঙ্গলবার বিকেলেও একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ