ডিম্বাশয়ে ক্যানসার নারীদের একটি জটিল রোগ। কেননা, কেমোথেরাপি কিংবা হরমোন থেরাপিও কোষের বৃদ্ধি থামাতে পারে না। এ অবস্থায় দুটি ভিন্ন ওষুধের মিশ্রণ ব্যবহার করে ডিম্বাশয়ে ক্যানসার নিরাময়ে নতুন চিকিৎসা আবিষ্কার করেছেন ইংল্যান্ডের গবেষকেরা। কোষের বেড়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে নতুন এই চিকিৎসা পদ্ধতি।
ভিএস-৬৭৬৬ এবং ডিফেকটিনিবের সমন্বয়ে তৈরি এ ওষুধ ইতিমধ্যেই প্রথম ট্রায়ালে সফলতা দেখিয়েছে। ২৪ জনের ওপর পরীক্ষা চালিয়ে এতে ৪৫ শতাংশ সফলতা পাওয়া গেছে। শুরু হয়েছে দ্বিতীয় ট্রায়াল। কম বয়সী নারীদের দেহে ডিম্বাশয় ক্যানসার বেশি দেখা যায়। কেমোথেরাপি কাজ করে মাত্র ১৩ শতাংশ নারীর দেহে। আর ১৪ শতাংশ নারীর দেহে কাজ করে হরমোন থেরাপি।