প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইউনিয়ন পর্যায়ে ৭ হাজার ৩৫৫ জন মানুষ টিকা পেলেন। গত শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গণ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাইফুল হক, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দীনেশ চন্দ্র মন্ডল, মধ্যপাড়া ইউপির চেয়ারম্যান শেখ মো. আব্দুল করিম।
জানা যায়, শনিবার ৬টি ইউনিয়নের ৭ হাজার ৩৫৫ জন টিকা পেয়েছেন। গতকাল রোববার ৩টি ইউনিয়নের কেন্দ্রগুলো চিত্রকোট ইউনিয়নের মরিচা ফেরিঘাট মন্দির, শেখরনগর ইউনিয়ন পরিষদ, রাজানগর ইউনিয়ন পরিষদে টিকা দেওয়া হয়।