হোম > ছাপা সংস্করণ

সালথায় ভিজিডির চালে ভেজাল, আটক ২

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরেরা সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে ভিজিডির চালে ভেজাল দেওয়ায় দুজনকে আটক করেছে সালথা উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। পরে শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন চাল সরবরাহের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান বিকাশ এগ্রো ফুড লিমিটেডের ম্যানেজার সন্দিপ কুমার দাস (৩৪) ও ফোরম্যান রোমান সরদার (৩৩)।

জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নে ২৮২টি ভিজিডি কার্ডের মাধ্যমে দুস্থ নারীদের পুষ্টি উন্নয়নের চাল বিতরণ করে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। তবে সরকারি চালের বদলে নিম্নমানের ও ভেজাল মেশানো চাল দেওয়া হয়েছে অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তাছলিমা আক্তার সোনাপুর ইউনিয়ন পরিষদে যান। সেখানে সরকারি গুদামের চাল ও বিকাশ এগ্রো ফুড লিমিটেডের সরবরাহ করা চালে কোনো মিল ছিল না। এ বিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার ও কর্মচারীর সদুত্তর না পাওয়ায় তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে বিকাশ এগ্রো ফুড লিমিটেডের পরিচালক বিজন সাহা বলেন, ‘আমাদের যে অর্ডার ছিল, আমরা সেভাবেই চাল দিয়েছি। যারা রিসিভ করেছে তারা কেন বুঝে নেয়নি। এখন অন্যায়ভাবে আমাদের ফাঁসানো হয়েছে।’

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুজ্জামান বলেন, ‘এই ঘটনায় মামলা হয়েছে। আসামিদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাছলিমা আক্তার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ