হোম > ছাপা সংস্করণ

মণ্ডপে শেষ মুহূর্তে প্রতিমায় রংতুলির আঁচড় শিল্পীর

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

১ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে মাদারীপুরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। দম ফেলার ফুরসত নেই প্রতিমাশিল্পীদের। শেষ মুহূর্তের রংতুলিতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে তাঁদের।

এদিকে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা চাওয়া হয়েছে পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে। সেই অনুযায়ী প্রস্তুত প্রশাসনও। এর আগে গত দুই বছর করোনার কারণে পূজা উদ্‌যাপন সীমিত করা হলেও এ বছর রয়েছে ব্যাপক প্রস্তুতি।

জানা গেছে, মাদারীপুরে শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা বেড়েছে। মাটির কাজ শেষে মণ্ডপগুলোতে চলছে রংতুলির কাজ। নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করার আশা শিল্পী ও কারিগরদের।

প্রতিমা কারিগর মহাদেব পাল বলেন, তিনি দশটি মণ্ডপের কাজ হাতে নিয়েছেন। দিনরাত কাজ করে যাচ্ছেন। পূজার আগেই সব প্রতিমার রং করা শেষ করতে হবে। তাই পরিশ্রম একটু বেশিই হচ্ছে।

মাদারীপুর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি বাড়ৈ বলেন, উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে চাওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) চাইলাউ মারমা বলেন, উৎসব ঘিরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতি নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে প্রশাসন।

উল্লেখ্য, এ বছর মাদারীপুরে ৪৫৬টি মণ্ডপে হবে বড় এই উৎসব। এর মধ্যে সর্বজনীন ৩১১টি ও ব্যক্তিগত মণ্ডপের সংখ্যা ১৪৫টি। ১ অক্টোবর শুরু হওয়া এই আয়োজন ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ