মাদারীপুরের রাজৈরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে ৬টি ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের কর্মী–সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসের সামনে এসে হাজির হন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সারা দিনই মিছিলে মিছিলে উপজেলা পরিষদের চত্বর মুখর থাকে। আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৬টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইশিবপুর ইউপিতে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৪ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১০ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ২৮ জন। কবিরাজপুর ইউপিতে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১০ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ২৫ জন। হরিদাসদী মহেন্দ্রদী ইউপিতে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৮ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ২১ জন। পাইকপাড়া ইউপিতে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১২ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ৩১ জন। কদমবাড়ি ইউপিতে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৯ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ২৮ জন। বাজিতপুর ইউপিতে চেয়ারম্যান হিসেবে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১২ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৬টি ইউপিতে চেয়ারম্যান হিসেবে মোট ৪০ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৬১ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৬টি ইউনিয়নের মোট ৮৭ হাজার ৩৪০ জন ভোটার তাঁদের ভোট দিবেন।