রাজবাড়ীর গোয়ালন্দে ৮৫ বোতল ফেনসিডিলসহ মো. নাহিদ হাসান দিপু (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির।
পুলিশ জানায়, দিপু যশোর জেলার চৌগাছা উপজেলার দিঘড়ি গ্রামের মুনতাজ আলীর ছেলে। তিনি পেশাদার মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
ওসি জানান, গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় ডিউটিতে ছিলেন উপপরিদর্শক মো. মিজানুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন এক ব্যক্তি ফেনসিডিল বহন ও বিক্রির জন্য ঢাকা–খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে অবস্থান করছেন। পরে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিলসহ নাহিদ হাসান দিপুকে আটক করেন।
ওসি বলেন, দিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকাল বুধবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।