হোম > ছাপা সংস্করণ

চারঘাটে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চারঘাট প্রতিনিধি

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় রাজশাহীর চারঘাট উপজেলায় ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন গতকাল সোমবার পাঁচজনের প্রার্থিতা বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয় তাঁদের মধ্যে রয়েছেন সরদহ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান। তাঁর জন্মতারিখ ভুল এবং তিনি পুলিশের গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি।

এ ছাড়া চারজন সাধারণ সদস্যের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তাঁরা হলেন বয়স কম থাকায় সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোহাগ আলী, ব্যাংকঋণ থাকায় সরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম, বয়স কম থাকায় শলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী ও ব্যাংকঋণ থাকায় ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনিরুল ইসলাম।

যাচাই-বাছাই শেষে ছয়টি ইউপিতে চূড়ান্ত মনোনয়ন পান চেয়ারম্যান পদে ২৮ জন, সংরক্ষিত আসন থেকে ৭৮ জন ও সাধারণ সদস্য পদে ২৩৬ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, যাঁদের প্রার্থিতা বাতিল হয়েছে, তাঁরা ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর, প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। এরপর প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ