ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে চারঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লবসহ আটজনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছে থেকে নুড়ি পাথর ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল রোববার দুপুরে শলুয়া ইউনিয়নের হলিদাগাছী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে থেকে ভাইস চেয়ারম্যানসহ ওই আটজনকে আটক করা হয়।
চারঘাট মডেল থানার সহকারী পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আটজনকে আটক করেছে।
উপজেলার বাকি পাঁচ ইউনিয়ন চারঘাট সদর, সরদহ, নিমপাড়া, ইউসুফপুর ও ভায়ালক্ষীপুরে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।