অনসাম্বল থিয়েটারের ৪০তম নাটক ‘দূরবীন’ নাটকের প্রথম মঞ্চায়ন উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাচারী ঘাটের অনসাম্বল মুক্ত মঞ্চে নাটকের উদ্বোধন করেন কেন্দ্রীয় গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য শাহাদাৎ হোসেন খান হীলু।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা গ্রুপ থিয়েটার ফেডারেশন সাংগঠনিক সম্পাদক নাট্যজন আজহার হাবলু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোকজ নাট্য দলের সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, থিয়েটার সংলাপের সভাপতি সুবির দত্ত, সাধারণ সম্পাদক রজত কান্তি দেবনাথ, নাট্যাঙ্গন নাট্য পরিবারের সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল এহসান জহিরসহ বিভিন্ন নাট্য সংস্থার সংগঠক ও শিল্পীরা।