কিশোরগঞ্জের মিঠামইনের ঘাগড়া ইউনিয়নে ‘আলহাজ্ব নাছির উদ্দিন ঠাকুর পাঠাগার’ চালু হয়েছে। পাঠাগারে ধর্মীয়, ইতিহাস, শিশুতোষ, সাহিত্য ও মুক্তিযুদ্ধভিত্তিক ৬ শতাধিক বই রয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে পাঠাগারটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের, সহকারী পরিচালক মো. আজিজুল হক সুমন। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে পাঠাগারের সভাপতি বোরহান উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে একটি সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের, সহকারী পরিচালক মো. আজিজুল হক সুমন। প্রধান আলোচক ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমীন এবং বিশেষ আলোচক ছিলেন গণগ্রন্থাগার সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আমিনুল হক সাদী। হাওরাঞ্চলে মানুষের জ্ঞানের চাহিদা পূরণে পাঠাগারটি উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ঘাগড়া আব্দুল গণি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ইউপি সদস্য খোকন মিয়া, আবদুল জব্বার, কাকলী রাণি সরকার ও আশরাফুল হক প্রমুখ।