বাবুগঞ্জে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও হেলপার আহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত ৩ টায় উপজেলার রহমতপুর ইউনিয়নের কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, পণ্যবাহী ট্রাকটি খুলনা থেকে ৫০০ গ্যাস সিলিন্ডার নিয়ে বরিশালের মুলাদীর উদ্দেশ্যে যাওয়ার পথে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর-মীরগঞ্জ সড়কের কলেজ গেটে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত মালামালের তেমন ক্ষতি হয়নি।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে। আহত ট্রাক চালক মো. সাদ্দাম হোসেনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, সংবাদ পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।