ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সালাম সরকারের ৫০ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সালাম স্মৃতি সংসদের উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মজিবুর রহমান অডিটোরিয়ামে এ স্মরণ সভা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মুছার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন বাবুর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. একরামুল সিদ্দিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আনোয়ারুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাওন, আবু কামাল খন্দকার হাজী খলিলুর রহমান ও আব্দুল মতিন মাওলানা রায়হান সহ আরও অনেকেই।