গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাস্ট ইসলামী লাইফ বীমা কোম্পানির কোটালীপাড়া ইনচার্জকে দুর্বৃত্তরা কুপিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে উপজেলার লোহারঙ্ক গ্রামে নাজমিন খানম (২৬) নামের ওই কর্মীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নাজমিন খানম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন নাজমিন অভিযোগ করে জানান, রোববার ইন্স্যুরেন্স কোম্পানির জোন অফিস ফরিদপুরে মাস ক্লোজিংয়ের মিটিং ছিল। গ্রাহকদের কালেকশনের টাকা নিয়ে মিটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। এরই মধ্যে পাশের গ্রামের চার যুবক ঘরে ঢুকে গলায় মাফলার পেঁচিয়ে তাঁকে মারধর করে। বাধা দিতে গেলে মাথায় দা দিয়ে কুপিয়ে তাঁর ব্যাগে থাকা ২ লাখ ৮০ জাহার টাকা ছিনিয়ে নেয়।
এ সময় তাঁর বৃদ্ধ বাবা ফজলুল হক শেখ ও সাত বছরের সন্তানকেও মারধর করে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ইন্স্যুরেন্স কোম্পানির কোটালীপাড়া শাখার ম্যানেজার সোনালী বাড়ৈ জানান, প্রতি মাসের মতো এ মাসেও ফরিদপুরে তাঁদের একসঙ্গে যাওয়ার কথা ছিল। নাজমিন আসতে দেরি করায় তিনি অন্য সহকর্মীকে নিয়ে ফরিদপুরে রওনা হন। পরে দুর্ঘটনার খবর জানতে পারেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এমন কোনো অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।