কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬ ইউনিয়ন ও পৌরসভায় সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টিকা দেওয়ার কার্যক্রম চলবে। টিকা পাবেন ১৪ হাজার ৪৫ জন। এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন।
ডা. নুরুল আমিন জানান, ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজের সিনোফর্মের যে টিকা দেওয়া হয়েছিল। আজ থেকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে। টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র নিয়ে নিজ ইউনিয়ন ও পৌরসভার নির্দিষ্ট টিকাদান কেন্দ্র থেকে টিকা নেওয়া যাবে।
এ বিষয়ে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন জানান, ইতিমধ্যে যাঁরা প্রথম ডোজের টিকা নিয়েছেন তাঁদেরকে দ্বিতীয় ডোজের টিকাদানের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। সুশৃঙ্খলভাবে টিকা দেওয়ার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।