নকল শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনের অভিযোগে গত বুধবার বিকেলে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত দুজন হলেন—সদর উপজেলার আতাইকুলা থানার শাকদিয়া গ্রামের মামুনুর রশীদ (৩৪) ও আটঘরিয়া উপজেলার পাড়া শিদাইল গ্রামের আলমাস আলী (৩০)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হান্নান বলেন, পাবনা পৌরসদরের রাধানগর নুরপুর এলাকার একটি বাড়িতে নকল শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন হয়—এমন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেলে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় সেখান থেকে জব্দ করা হয় বেশকিছু নকল খাদ্যপণ্য। কারখানা সিলগালা করে জড়িত দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাওসার হাবিব দুজনকে তিন মাসের কারাদণ্ড দেন।