সখীপুরে বিজয় দিবস উপলক্ষে নাইট ক্রিকেট লিগের আয়োজন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা ডাকবাংলো মাঠে এই ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়। সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। জয়বাংলা ক্লাব এই ক্রিকেট লীগের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহমদ আলী মিঞা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি ফজলুল হক বাপপা, স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, উপজেলা আওয়ামী লিগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খন্দকার মহিউদ্দিন আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সাংসদ জোয়াহেরুল ইসলাম খেলোয়াড়দের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও ফানুস উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন। খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার রকিবুল হাসান বিজয় জানান, খেলায় ১৬টি দল অংশ নিয়েছে। প্রতিটি খেলা অনুষ্ঠিত হয় সেভেন-৭ ওভারে। প্রথম খেলায় বাংলা টাইগার্স এবং স্টার লায়ন্স দল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে স্টার লায়ন্স দল বিজয়ী হয়।