সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর জাহান বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গত মঙ্গলবার বিকেলে পোতাজিয়া হাইস্কুল মাঠে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১০টিতে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নৌকার প্রার্থীও চূড়ান্ত হয়েছে। পোতাজিয়া ইউপিতে নৌকার মনোনয়ন চেয়ে আবেদন করেন আটজন। তাঁদের মধ্যে নৌকা প্রতীক পান আলমগীর হোসেন বাচ্চু।
বিক্ষোভ মিছিলে অভিযোগ করা হয়, আলমগীর জাহান বাচ্চুর বাবা আলাউদ্দিন ও তার বড় ভাই বদরুদ্দিন মুক্তিযুদ্ধ চলাকালে শান্তি কমিটির সদস্য ছিলেন।
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী আলমগীর জাহান বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সবকিছু যাচাই বাছাই করে আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছে। আমার বাবা ও ভাই কোনো সময়েই শান্তি কমিটির সদস্য বা রাজাকার ছিলেন না।’ বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী মনোনয়ন না পেয়ে তাঁর লোকজন দিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।