রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থেকে ইয়াবা ও গাঁজাসহ মো. নুরুল শেখ ও অপু মণ্ডল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে দুটি পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর থেকে ১৩০ গ্রাম গাঁজাসহ মো. নুরুল শেখকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে দুর্গাপুর গ্রাম থেকে ৮০ পিস ইয়াবাসহ অপু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বুধবারই আদালতে পাঠানো হয়েছে।