চৌগাছা প্রতিনিধি
জান্নাতী আক্তার কনিকা (২৮)। ঢাকার বাইরে প্রথম অন্তঃসত্ত্বা হিসেবে করোনা নিয়ে সিজারে সন্তানের জন্মদানকারী মা তিনি। ২০২০ সালের ১৩ মে যশোর ২৫০ শয্যা হাসপাতালের অধীনে জেনেসিস প্রাইভেট হাসপাতালে তাঁকে সিজার করা হয়। সেখানে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। চলতি বছরের ১৩ জুন আবারও সন্তানের মা হয়েছেন জান্নাতী। জান্নাতী যশোরের চৌগাছার পাশাপোল ইউনিয়নের বানুড়হুদার আলমগীর কবীরের স্ত্রী।
জান্নাতী বলেন, ‘এবার গর্ভবতী হওয়ার পর ভয়ে আর হাসপাতালে যায়নি। লাকি আপার সঙ্গেও দেখা করিনি। বকবেন বলে। চৌগাছায় পল্লবী ক্লিনিকে (বেসরকারি) সিজার করিয়েছি।’