বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা মহামারি আকারে ধারণ করেছে। সড়ক দুর্ঘটনার পেছনে নানা কারণ রয়েছে। তবে দুর্ঘটনার জন্য সব থেকে বেশি দায়ী যানবাহনের অতিরিক্ত গতি। সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল রোধে যানবাহনের গতি কমাতে হবে। গতি না কমালে দুর্ঘটনায় মৃত্যু রোধ করা অনেকটা অসম্ভব।
নিরাপদ সড়ক চাইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
নিরাপদ সড়ক চাই, বাগেরহাটের সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ বক্তব্য দেন।