গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গত শুক্রবার রাত ৯টার দিকে গফরগাঁও ইউনিয়নের মাহির খারুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জাহিদ হাসান শান্ত (৩৩) উপজেলার মাহির খারুয়া গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। জাহিদ হাসান শান্ত কেবল নেটওয়ার্ক (ডিশ) ব্যবসায় জড়িত।
স্থানীয়রা জানান, রাত পৌনে ৯টার দিকে মাহির খারুয়া বাজারে জাহিদ হাসানের সঙ্গে একই এলাকার কায়সারের তর্কাতর্কি হয়। একপর্যায়ে কায়সার উত্তেজিত হয়ে পাশ থেকে দা এনে জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।
পরে জাহিদকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, পূর্বশত্রুতার জেরে ধরে এ হামলা হয়েছে। অভিযুক্ত কায়সারকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।