ঝালকাঠির রাজাপুরে নৈশপ্রহরী থাকতেও দুটি স্কুল ও একটি কলেজে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার রাতে সদর উপজেলার বড়ইয়া কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানের দরজার হেজবল ভেঙে এই চুরির ঘটনা ঘটে। গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জানা যায়, বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের কার্যালয়ের টিভি, আলমারি ভেঙে ক্যামেরা, ৩২ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র, মধ্য বড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি প্রজেক্টর, একটি ল্যাপটপ, নগদ টাকা, বড়ইয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে চোরচক্র। খবর পেয়ে গতকাল সোমবার সকালে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বড়ইয়া কলেজের নৈশপ্রহরী শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় পাশের রুমে ফ্যান চালিয়ে ঘুমে ছিলাম। কিছু টের পাইনি, তবে কুকুর ডাকার শব্দ শুনেছি।’
বড়ইয়া কলেজের অধ্যক্ষ মো. মনিরউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চুরির ঘটনায় মামলা করা হবে।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ঝালকাঠির বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, নিজামিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দক্ষিণ উত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে।