খাগড়াছড়িল মানিকছড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও উপকরণ হস্তান্তর করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। গতকাল বৃহস্পতিবার এ সব উদ্বোধন করেন তিনি।
গতকাল উপজেলা পরিষদ সংলগ্ন শিশু পার্ক উন্নয়নে ৫০ লাখ টাকার প্রকল্প ও আড়াই কোটি টাকা ব্যয়ে দ্বিতল বিশিষ্ট গাড়ীটানা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সাংসদ বীর বাহাদুর। এ ছাড়া পার্বত্য মন্ত্রণালয়ের অর্থায়নে দরিদ্র ১০০ নারীকে সেলাই মেশিন, ১০০ কৃষককে স্প্রে মেশিন দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে স্কুল মাঠে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশের সঞ্চালনা করেন জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন।
এতে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, তিন পার্বত্য জেলার নারী সাংসদ বাসন্তী চাকমা, খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, খাগড়াছড়ি মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম চৌধুরী, জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষসহ একাধিক ইউপি চেয়ারম্যান।
সাংসদ বীর বাহাদুর বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ১৯৯৬ সালের আগ পর্যন্ত পাহাড়ে কোনো সরকার উন্নয়ন করেনি। অবহেলিত জনগোষ্ঠিকে আলোকিত করার মনমানসিকতা পূববর্তী কোনো সরকার দেখায়নি।