কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আড়িয়ল খাঁ নদে বিরল প্রজাতির রাক্ষসী সাকার মাছ ধরা পড়েছে। গত শুক্রবার বিকেলে কটিয়াদী বাজার এলাকায় আড়িয়ল খাঁ নদে সবুজ মিয়ার জালে এই মাছটি ধরা পড়ে। এটি দেশীয় মাছ নয়। সাকার মাছের বিস্তার দেশীয় মাছের জন্য হুমকি বলে মনে করছেন মৎস্য কর্মকর্তা।
কটিয়াদী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, বিরল এই মাছটি ‘সাকার ফিশ’। এটি দেশীয় মাছ নয়। এই মাছ অনেক সময় বিভিন্ন খাল-বিল ও নদী-নালায় জেলেদের জালে ধরা পড়ে। সাকার মাছের বংশবিস্তার আমাদের দেশীয় মাছের জন্য হুমকি। নদীতে থেকে থাকে তাহলে অন্য দেশীয় মাছ খেয়ে ফেলবে। উন্মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়লে দেশীয় অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে।’