মাগুরা জেলার ৩৬টি ইউনিয়ন পরিষদের ৩৩৩ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে বিনা মূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাগুরা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সাইকেল হস্তান্তর করেন। শহরের শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কণ্ডু, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আফাজ উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ২৫ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে এ বাইসাইকেল গুলো ক্রয় করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।